নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একটি আম পাড়তে গিয়েই মৃত্যু হল যুবকের। মোটামুটি ঘটেছে গতকাল সন্ধ্যাবেলা নৈহাটি শিবদাসপুরে ছেলেটির বাড়ি কাঁচরাপাড়া তিন নম্বর ওয়ার্ডে গতকাল ছেলেটি তার শিবদাসপুরে মামা বাড়ি ঘুরতে যায়, সুদীপ্ত পন্ডিত বন্ধুবান্ধবদের নিয়ে আম বাগানে যায় আম পাড়ার জন্য যায় তখন বাগান মালিক ফারহাদ মন্ডল তার দলবল নিয়ে চড়া হয়। এবং ছেলেটিকে বেধড়ক মারধর করে তা নিয়ে ওরা ছেলেটিকে হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক আজ সেই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং এলাকা সহ শিবদাসপুর থানা বিপুল পুলিশ দিয়ে মোতায়েন করা হয়েছে।
একটি আম পাড়তে গিয়েই মৃত্যু হল যুবকের

Leave a Reply