
পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- বঙ্গোপসাগর থেকে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তিনদিন ধরে, আর এই নিম্নচাপের অভিমুখ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা সহ হলদিয়া এলাকায় রয়েছে, ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, তিনি জানিয়েছেন সমুদ্র সৈকত সহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি যেসব এলাকার নিচু রয়েছে এবং জল জমার সম্ভাবনা রয়েছে সেইসব মানুষকে অন্যত্রের সরিয়ে নিয়ে যাওয়া এবং তাদের খাবার-দাবারের ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে বলে এই দিন জেলাশাসক জানিয়েছেন, পাশাপাশি সমুদ্র সৈকত দিঘা, মন্দারমনি, তাজপুর সহ যেসব এলাকায় পর্যটকদের সুরক্ষার্থে মাইকিং শুরু হয়েছে এবং পুলিশ ও লুনিয়াদ সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক, এক কথায় বলা যেতে পারে এই নিম্নচাপের আগে প্রশাসনিক ভাবে প্রস্তুত জেলা প্রশাসন তা বলাই বাহুল্য।












Leave a Reply