পাঁশকুড়ার চিপস কান্ডে সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি!পুলিশের প্রতি আস্থা হারাচ্ছেন মৃত ছাত্রের মা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অভিযোগের চার দিন পার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চিপস কান্ডে । অধরা শুভঙ্কর দীক্ষিত সিভিক কর্মীকে আপাতত কাজ থেকে অব্যাহতি! মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না।দোষ প্রমানে খুব কড়া পদক্ষেপ নির্দেশ পুলিস সুপারের । সিভিকের খোঁজে এলাকায় তল্লাশি।গ্রেফতার কবে হবে সিভিক প্রশ্ন পরিবার থেকে বিরোধীদের। পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে খবর ,অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে( Demobilzed)। মামলা চলাকালীন তিনি কাজে যোগ দিতে পারবেন না। যেহেতু অভিযোগকারী শুভঙ্কর দীক্ষিতের নামে মামলা করেছেন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিক কর্মীর খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বলেও সূত্রের খবর।
যদিও এই বিষয়ে জেলা পুলিশ কর্তারা ক্যামেরার সামনে কিছুই বলেননি। পাঁশকুড়ার গোঁসাইবেড় নিয়ে ছাত্র কৃষ্ণেন্দু দাসের মৃত্যুর ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে। এছাড়া জেলা পুলিশের সূত্রে খবর
চাকরি থেকে আপাতত অব্যাহতি (ডি মোবিলাইজ়ড) দেওয়া হয়েছে ঐ সিভিক কে। যতদিন মামলা চলবে ততদিন তিনি কাজে যোগ দিতে পারবেন না এবং বেতনও পাবেন না। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এই নির্দেশে সিলমোহর দেন ।যদিও পুলিশের এই পদক্ষেপ নিয়ে ও প্রশ্ন তুলতে ছাড়েনি নাবালকের পরিবার সহ বিরোধী দল গুলি।নাবালকের মা আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেন,পুলিশের প্রতি আস্থা হারাচ্ছেন।চারদিন কাটকেও অভিযুক্ত সিভিক পুলিশের কাছে অধরা।
পাঁশকুড়ার নাবালক আত্মঘাতী ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে দাবি তৃণমূলের। সন্তানহারা পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আছে। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত কুমার রায় বলেন, “আমরাও চাই নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *