হুগলি, নিজস্ব সংবাদদাতা:- শেওড়াফুলি-তারকেশ্বর রেল লাইনের উপর ১২নম্বর বাস রুটের সিঙ্গুর ১০ নম্বর রেল গেটে ব্যাপক যানজট সকাল থেকেই। ১০নম্বর রেল গেটে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে গেট ভেঙে পরে যাওয়ার কারণে সিঙ্গুরের মতো ব্যাস্ত রাস্তায় দীর্ঘ সময় ঘুরে যেতে হচ্ছে।যানযটের শিকার সাধারণ মানুষ।অসুস্থ মানুষ থেকে অ্যাম্বুলেন্স সবটাই সিঙ্গুর সিঙ্গুর হাসপাতালে পৌঁছাতে হচ্ছে দীর্ঘ রাস্তা ঘুরে। স্থানীয়দের অভিযোগ রেলগেটে কোন নিরাপত্তা কর্মী বা পুলিশ না থাকার কারণে বারবার এই ঘটনা ঘটছে।
সিঙ্গুর স্টেশন এর অদূরে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের সংলগ্ন এলাকায় ভাঙলো রেলগেট।

Leave a Reply