করনদিঘী, নিজস্ব সংবাদদাতা:- এআইএমআইএম মিম দলের কর্মী বৈঠক আয়োজিত হল উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের মেহান্দাবাড়ি গ্ৰামে। এই কর্মী বৈঠকে করনদীঘি ব্লকের মিম দলের নেতা,কর্মীরা উপস্থিত ছিলেন।এদিনের কর্মী বৈঠকে বিশিষ্ট হিসাবে উপস্থিত ছিলেন মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলে।তিনি জানিয়েছেন, ওয়াকফ বিল বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে।এদিনের কর্মী বৈঠকে বিভিন্ন দল থেকে প্রায় ১০০ জন নেতা,কর্মী মিম পাঠিতে যোগদান করেন বলে জানা গেছে।
এআইএমআইএম মিম দলের কর্মী বৈঠক আয়োজিত হল উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের মেহান্দাবাড়ি গ্ৰামে।

Leave a Reply