দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তা বেহাল শুধু নয় চলাচলের অযোগ্য বালুরঘাট ব্লকের চামটার রাস্তা । বর্ষায় ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পাড়েনা। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে। গ্রামবাসীরা বহুদিন আবেদন করেও হয়নি পাকা রাস্তা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত গলাকাটা মোড় থেকে কাটনা পর্যন্ত এক কিলোমিটারের বেশি রাস্তা। রাস্তাসংলগ্ন চামটার বাসিন্দা দেবু মন্ডল বলেন গ্রামে কেউ অসুস্থ হলে খাটিয়ে করে বড়ো রাস্তায় নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে যেতে হয়। গ্রামের মহিলারা বলেন ছেলে মেয়ের বিয়ের সমন্ধ পর্যন্ত রাস্তার জন্য ক্যান্সেল হয়ে যায়। বেহাল রাস্তা প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন এক কিলোমিটারের বেশি রাস্তা করতে হলে জেলা পরিষদ করে। তাই আমরা রাস্তার মাপ যোগ করে জেলা পরিষদে পাঠিয়েছি গত মার্চ মাসে। আশা করি শিঘ্রই রাস্তার কাজ শুরু হবে।
রাস্তা বেহাল শুধু নয় চলাচলের অযোগ্য বালুরঘাট ব্লকের চামটার রাস্তা ।

Leave a Reply