রথযাত্রার পবিত্র দিনে দিনহাটায় বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দিলেন মন্ত্রী উদয়ন গুহ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রথযাত্রার শুভ দিনকে স্মরণীয় করে তুলল এক মানবিক উদ্যোগ। শুক্রবার দুপুরে দিনহাটায় প্রায় ৪০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

দিনহাটা বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই বিশেষভাবে সক্ষম মানুষদের সহায়তা করতে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই আয়োজিত হয় এই কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর তৃণমূল সভাপতি বিশু ধর সহ একাধিক বিশিষ্টজন।

মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাঁদের স্বাবলম্বী করতে আমরা চেষ্টা করছি। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ চলবে।”

এমন এক সমাজমুখী উদ্যোগে খুশি উপভোক্তারা ও স্থানীয় বাসিন্দারা। রথযাত্রার মতো পবিত্র দিনে এই মানবিক কর্মসূচি নিঃসন্দেহে নজির গড়ল বলে মনে করছে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *