মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – – —ইলেকটিকের শক লেগে মৃত্যু একটি গরু।ঘটনাটি ঘটেছে আইহো অঞ্চলের লাইব্রেরি পালপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ দৈনিক বৃষ্টিতে জল জমে রাস্তায়, যার ফলে দৈনিক সমস্যা মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।এলাকাবাসী অভিযোগ অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে সমস্যা মুখে পড়তে হয় হঠাৎ আজ মঙ্গলবার বেলা একটা নাগাদ স্থানীয় ছাত্র-ছাত্রীসহ স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই রাস্তায় জমা জলে পা দিতেই শক্ লেগে। এলাকাবাসী জানান স্থানীয় এক ছাত্রীকে শক্ লেগে ছিটকে পড়ে পাশেই অল্পের জন্য প্রাণে বাঁচলেও সেই মুহূর্তে ওই জল দিয়ে পার হওয়ার সময় একটি গরু মৃত্যু হয়। অন্যদিকে উপপ্রধান,এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীর অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও রাস্তায় জল জমাতে সমস্যা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের দৈনিক।এলাকাবাসী দাবি খুব শীঘ্রই এই রাস্তার কাজ করে সমাজ সমাধান করতে হবে অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ রীতিমতো গাছপালা কেটে পরিষ্কার রাখতে হবে ইলেকট্রিক পলের নিচে গাছপালা কেটে পরিষ্কার রাখতে হবে। এই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি স্কুল মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। রীতিমতো এর ব্যবস্থা নেওয়া হোক।
ইলেকট্রিকের শক লেগে মৃত্যু একটি গরুর, ঘটনাটি ঘটেছে আইহো অঞ্চলের লাইব্রেরি পালপাড়া এলাকায়।

Leave a Reply