নিজস্ব সংবাদদাতা, মালদা :- ইংরেজবাজার থানা, জেলা ক্রাইম মনিটরিং গ্রুপ ও ওয়েস্ট বেঙ্গল এস টি এফ -এরে যৌথ অভিযানে তিন ব্রাউন সুগার কারবারি গ্রেপ্তার। এদিন পুলিশের যৌথ হানায় রথবাড়ি এলাকায় জালে এক মহিলা সহ তিন ব্রাউন সুগার কারবারি।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত মহিলা সোফিয়া বিবি মনিপুরের বাসিন্দা এবং মাসুদুর রহমান ও আলিউল শেখ এদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। এদের কাছ থেকে ৪৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য বর্তমানে ৬০ লক্ষ টাকা। ধৃতদের কাছ থেকে আরও তথ্য জানার জন্য বেশ কয়েকদিন পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তিন ব্রাউন সুগার কারবারিকে আজ মালদা জেলা আদালতে তোলে পুলিশ।
ইংরেজবাজার থানা, জেলা ক্রাইম মনিটরিং গ্রুপ ও ওয়েস্ট বেঙ্গল এস টি এফ -এরে যৌথ অভিযানে তিন ব্রাউন সুগার কারবারি গ্রেপ্তার।

Leave a Reply