পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আমি আগেও বলেছি এখনও বলছি দিলীপ ঘোষ অন্য জিনিস আমার সঙ্গে এই রকম ব্যবহার করলে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা বাজার এলাকায় প্রবীণ CPI(M)নেতা অনিল দাসকে মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেত্রী বেবি কোলে সহ তার দলবলের, ইতিমধ্যেই জেলা তৃণমূলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে তাকে, পাশাপাশি তার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বুধবার CPI(M)নেতা অনিল দাসের বাড়িতে গিয়ে দেখা করলেন দাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন অনিল দাস অন্য দল করেন, আমাদের দল নিয়ে তার মত বিরোধ থাকতেই পারে, কিন্তু উনি একজন প্রবীণ আর পাখি এভাবে মারধোর করা হবে এটা নিন্দা জনক, পাশাপাশি এই ঘটনার মূলে রয়েছেন প্রদীপ সরকার ।
খড়্গপুরের খরিদা বাজারে প্রকাশ্যে প্রবীণ CPI(M)নেতাকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেত্রীর,বাড়িতে গিয়ে দেখা করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply