জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ শাখার ব্যবস্থাপনায় সীমান্ত এলাকার স্কুল ছাত্রীদেরকে নিয়ে মানব পাচার নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বিএস এফের এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের রাধাবারি ফুলবাড়ী শাখার পক্ষে এবং দাসপাড়া নবদিশা সমাজ কল্যাণ সোসাইটির , জলপাইগুরি জেলার রাজগঞ্জ শাখার ব্যবস্থাপনায় সীমান্ত এলাকার স্কুল ছাত্রীদেরকে নিয়ে মানব পাচার নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার সারদা বিদ্যমন্ডির স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে। মানব পাচার থেকে রুখতে নিজেকে কিভাবে বাঁচানো যায় তারই সম্পর্কে উপস্থিত পড়ুয়াদের কে সচেতন করানো হয় বলে বি এস এফের তরফে জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন বিএসএফের AHTU উছপদস্থ আধিকারিক লক্ষী দাহিয়া, এইচ সি প্রশান্ত রাই, শ্রীমতি ভিনিত সিং, স্কুল শিক্ষিকা টিকলি বোস, দীপ্তি পাল এবং আয়োজক সংস্থার কর্ণধার তথা সমাজসেবী অনিসুর রহমান, প্রিয়াঙ্কা রায় সহ স্কুলের অন্যন্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *