আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বুধবার সকালে একটি সোনার দোকানের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো। এদিন সকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর কচিপাতা এলাকার একটি সোনার দোকানে। জানা গিয়েছে, এদিন সকালে ওই সোনার দোকানের মালিক সোনার গয়না ভর্তি ব্যাগ বের করে কাউন্টারের উপর রেখে দোকানের পুজো দিচ্ছিলেন। ঠিক সেই সময় দোকান মালিক চোখের আড়াল হতেই কাউন্টারে থাকা ওই সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে নিমেষেই চম্পট দেয় চোর দোকান থেকে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার সকালে একটি সোনার দোকানের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো।

Leave a Reply