নিজস্ব সংবাদদাতা, মালদা—- মালদার চাঁচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনায় উত্তেজনা ছড়ালো। উপস্থিত মানুষজন উঠে পড়লেন চেয়ার থেকে। ক্ষিপ্ত একাংশ দলের কর্মী সমর্থকরা হুড়োহুড়ি করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামতে হয় পুলিশকে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রামে। গোটা ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। যদিও ভুল বোঝাবুঝির কারণে এই হট্টগোল বলে সাফাই চাচোলের তৃণমূল বিধায়ক নীহার ঘোষের। এসব দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও দুঁদে রাজনীতিবিদ উদয়ন ভাষার মারপ্যাঁচে পরিস্থিতি সামাল দিয়েছেন৷
রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, এখানে কিছু উস্কানিমূলক মানুষ রয়েছে৷ এখানে যাঁরা হাওয়া গরম করার চেষ্টা করছেন তাঁদের বলে রাখি, রাজ্য সরকারের বিভিন্ন কাজ এখানে চলছে৷ সব কাজ হবে৷ উদয়নের এহেন মন্তব্যে ধন্ধে পড়ে যান উপস্থিত মানুষজন৷ কারণ, যাঁরা এদিন মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা প্রত্যেকেই ঘাসফুল অনুগত৷ তাহলে? প্রসঙ্গত, এগিয়ে আসছে বিধানসভা ভোট৷ এখন থেকেই জেলায় জেলায় যাত্রা শুরু করে গিয়েছেন মন্ত্রীরা৷ হাতে উপহার নিয়ে৷ মূলত মানুষের পালস বুঝে নেওয়াটাই উদ্দেশ্য তাঁদের৷ সেই পরিকল্পনায় মঙ্গলবার মালদার চাঁচলে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ তাঁর দফতরের ৩০ কোটি টাকায় চাঁচল বিধানসভা কেন্দ্রের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তার শিলান্যাস করেছেন তিনি৷
মন্ত্রী উদয়ন গুহ বলেন, চাচোল এবং মালতীপুর বিধানসভা কেন্দ্রের মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০কোটি টাকা ব্যয় একাধিক কংক্রিটের ঢালাই রাস্তা এবং পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। এরফলে কয়েক লক্ষ মানুষ সুবিধা পাবে। তবে এদিন বিজেপির পক্ষ থেকে এই সভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালানো হচ্ছিল পুলিশ পরিস্থিতি সামলেছে।
বিজেপির জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন , ওই দলেই প্রথম থেকেই বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নেই। মন্ত্রিসভায় তৃণমূলের কর্মী সমর্থকেরাই উপস্থিত ছিল। তারা বিশৃঙ্খলা ঘটিয়েছে। এখন নিজেদের কর্মকাণ্ড ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।
মালদার চাঁচলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনায় উত্তেজনা ছড়ালো।

Leave a Reply