নিজস্ব সংবাদদাতা, মালদা–ভরা সভায় রতুয়ার তৃণমুল বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর মধ্যে বিবাদ। আগামী ২১শে জুলাই দলের শহিদ সমাবেশ সফল করতে মালদায় চলছিলো যুব তৃণমূলের এক মেগা প্রস্তুতি বৈঠক সেখানেই দেখা গিয়েছে একুশে জুলাই এর প্রস্তুতি সভামঞ্চে আঙুল উঁচিয়ে তর্কাতর্কি বিধায়ক সমর মুখার্জি ও জেলা তৃণমূল মুখপাত্র আশীষ কুন্ডুর।
ভরা সভায় রতুয়ার তৃণমুল বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর মধ্যে বিবাদ।

Leave a Reply