উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর ডাকা সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রভাব বুধবার সকালে চোপড়ায় আংশিকভাবে পরিলক্ষিত হয়েছে। এদিন ধর্মঘটের সমর্থনে লালবাজার এলাকায় রাস্তা অবরোধ করা হয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। গোয়াবাড়ি এবং নন্দীগছ এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, দাসপাড়া বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে, যদিও কিছু টোটো রাস্তায় চলাচল করছে।
ধর্মঘট আহ্বানকারী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলো একাধিক দাবি নিয়ে এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের মূল লক্ষ্য হলো সরকারের অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ধর্মঘটের কারণে জনজীবনে আংশিক প্রভাব পড়লেও, পরিস্থিতি এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর ডাকা সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রভাব বুধবার সকালে চোপড়ায় আংশিকভাবে পরিলক্ষিত হয়েছে।

Leave a Reply