পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দুই থেকে তিন দিনের বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে ফের বন্যার পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার একাধিক এলাকা, ইতিমধ্যেই শিলাবতী নদীতে বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে জল, বৃহস্পতিবার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা বন্যার পরিস্থিতি পরিদর্শন করলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙ্গার পরিস্থিতি ঘুরে দেখলেন তিনি, পাশাপাশি এই বন্যার পরিস্থিতির জন্য প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসি জল ছাড়া কে দায়ী করলেন সেচ মন্ত্রী, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বন্যার পরিস্থিতি কিছুটা কমলে, নদী ভাঙ্গন গুলিই মেরামত করা হবে। পাশাপাশি এই দিন চন্দ্রকোনার সিমলা এলাকায় ত্রাণ বিলি করেন সেচ মন্ত্রীর মানষ ভূঁইয়া।
চন্দ্রকোনার একাধিক এলাকার বন্যার পরিস্থিতি ঘুরে দেখলেন সেচমন্ত্রী,বিতরণ করা হল ত্রাণ।

Leave a Reply