দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বামেদের বন্ধ ঘিরে উত্তেজনা। বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার মধ্যেই সিপিআইএম-এর বংশীহারী এরিয়ার সদস্য মাজিদার রহমানকে থাপ্পড় মারেন থানার আইসি অসীম গোফ, এমনই অভিযোগ।
আর এই ঘটনাটি ঘিরে বামেদের প্রতিবাদ, শুরু হয়েছে রাজনৈতিক তরজা,এনিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করে দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা।তিনি জানান, বিষয়টি রাজ্য কমিটির কাছে গিয়েছে এই নিয়ে আগামী সাত দিনের মধ্যে এর ব্যবস্থা নেবে রাজ্য কমিটি এবং অসীম গোঁপের বিরুদ্ধে শাস্তিমূল ব্যবস্থা করবে বলে জানান
Leave a Reply