
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় কাঁসাই নদীর বাঁধ পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। গত কয়েক দিন অবিরাম বর্ষণ তার সাথে কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে নদীতে বিপদসীমায় বইছে জল। পাশাপাশি গত সরস্বতী পূজার দিন এই পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ২ জায়গায় ভেঙে প্লাবিত হয়ে ছিলো পাঁশকুড়া সহ কোলাঘাটের কিছু অংশ। যার ফলে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়ে ছিলো। ফের অতিবর্ষনে বিপদ সীমায় জল। আর সেই কারনেই আজ পাঁশকুড়ার গড় পুরুষত্তমপুরে গতবারে ভেঙে যাওয়া বাঁধ ও নদী পর্যবেক্ষনে আসেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া।এদিন পাঁশকুড়া ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউৎ, সহ সভাপতি সুজিত রায় সহ সেচ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যায় সেচ দপ্তরের আধিকারিক, জেলা ও ব্লক প্রশাসনকে নিয়ে পাঁশকুড়া বিডিও অফিসে বৈঠক সারেন সেচ মন্ত্রী।












Leave a Reply