বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষা.. সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে জেলার সংঘের ইতিহাসেব যেসব সংঘ এক সময় দৃষ্টান্ত স্থাপন করেছিল তারমধ্যে অন্যতম বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের গুহার লেয়ারা উদয়ন সংঘ। সেই উদয়ন সংঘের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো পাঁচই আগস্ট ২০২৫ মঙ্গলবার। প্রভাত ফেরি.. বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠান ও গুণীজনদের উপস্থিতি উদয়ন সংঘের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী.. জেলা পরিষদের খাদ্য-কর্মা-ধক্ষ অরুন চক্রবর্তী.. গোয়ালারা গ্রাম পঞ্চায়েত প্রধান জীবন মণ্ডল.. বিশিষ্ট সমাজসেবী জীবন গোপ. গোপাল সরকার.. সৌমেন রায়.. সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাত্তিক বাগদি.. অমল কোমল পৈতন্ডি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক আধিকারিকরা। স্বভাবতই গোয়ালডায়ারা উদয়ন সংঘের ৭৫ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে গোহালিয়ারা মিলন মেলা রূপ নিয়েছিল।।।।।
৭৫ বছরে গোহালিয়ারা উদয়ন সংঘ, উৎসবে মেতে উঠল গোটা গ্রাম।

Leave a Reply