দূর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে, পরিবেশবান্ধব পাঁচটি সিএনজি বাস ও দুটি ইলেকট্রিক বাসের যাত্রা পথে শুভ উদ্বোধন অনুষ্ঠান। সিএনজি বাসের যাত্রাবা করুণাময়ী সাগরদিঘী কলকাতা ও পুরুলিয়া। দুটি ইলেকট্রিক বাস দুর্গাপুর টাউন সার্ভিসের, দুর্গাপুর সিটি সেন্টার প্রান্তিকা, দুর্গাপুর স্টেশন সিটি সেন্টার। এবং পরবর্তীকালে অন্ডাল এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার পর্যন্ত বাস চালু চিন্তাভাবনা। উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এস বি এস টিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, ক্যাপাসেন অনিন্দা মুখোপাধ্যায় এসডিও সৌরভ চ্যাটার্জি, এডিডিএ চেয়ারম্যান কবি ভি দত্ত।
দুর্গাপুরে চালু হল পাঁচটি সিএনজি ও দুটি ইলেকট্রিক বাস।

Leave a Reply