
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নবান্ন অভিযানে অংশ নিতে আগত আন্দোলনকারীদের জন্য পূর্ব মেদিনীপুরের মেছেদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চালু হলো সহায়তা কেন্দ্র।
এই কেন্দ্র থেকে আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চিড়াভাজার প্যাকেট, পানীয় জলের বোতল, রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা, পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে ট্রেনে তুলে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বামদেব গুছাইত, জেলার অপর সাধারণ সম্পাদক সোমনাথ ভূঞ্যা, স্থানীয় মণ্ডল সভাপতি পূর্নিমা দাস, স্বপন দাস, শিল্পা ভৌমিক সহ বহু নেতা-কর্মী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক এবং এর লক্ষ্য শুধুমাত্র নবান্ন অভিমুখী মানুষদের সহায়তা ও শুভেচ্ছা জানানো।












Leave a Reply