সোনামুখী বি জে হাইস্কুলে উৎসাহ-উদ্দীপনায় কন্যাশ্রী দিবস পালন।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হল কন্যাশ্রী দিবস। সকাল থেকেই বিদ্যালয় চত্বরে জমে ওঠে উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে বিদ্যালয়ের কন্যাশ্রীরা বৃষ্টিকে উপেক্ষা করে বর্ণাঢ্য পথ পরিক্রমায় অংশ নেয়। হাতে রঙিন ছাতা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা স্থানীয় রাস্তায় ঘুরে বেড়ায়, আর পথ চলতি অন্যান্য কন্যাশ্রীদের চন্দনের ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানায় এবং কলম উপহার দেয়। এর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বার্তাই পৌঁছে দেওয়া হয় সকলের কাছে।

পথ পরিক্রমা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়কে কেন্দ্র করে কন্যাশ্রীরা নাটক পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে ভাবিয়ে তোলে। নাটকের মাধ্যমে তারা জানিয়ে দেয়— শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কন্যাশ্রীদের উৎসাহিত করেন। সারাদিনের অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসাহ এবং সামাজিক বার্তার এক অনন্য মেলবন্ধন, যা উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *