কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- অভয়া কান্ডের এক বছর। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আবারও রাজপথে আন্দোলন। কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে গান্ধী মূর্তির পাদদেশ দখল করে চললো বিক্ষোভ। কবিতা, গান, নাটক এবং অঙ্কনের মধ্যে দিয়েই ফুটে উঠলো প্রতিবাদের প্রতিচ্ছবি। স্লোগানে কবিতায় বিচারের দাবি ধ্বনিত হলো কাঁচরাপাড়ার রাজপথে। কাঁচরাপাড়া অভয়া মঞ্চের ডাকে প্রতিবাদের নতুন ভোর কর্মসূচি থেকে বার্তা দেওয়া হলো নারী নির্যাতনের বিরুদ্ধে, বার্তা দেওয়া হলো ন্যায় বিচারের, দেখুন সেই চিত্র।
অভয়া কাণ্ডের এক বছর: স্বাধীনতা দিবসের রাতে কাঁচরাপাড়ায় প্রতিবাদের মঞ্চ।

Leave a Reply