দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তারিখ : ১৯ আগস্ট ২০২৫ | স্থান : বালুরঘাট
। মাই যুবা ভারত দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় এবং উজ্জীবন সোসাইটির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সেমিনার হলে একদিনব্যাপী ফ্ল্যাগশিপ স্কিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কেয়া বালা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মাননীয়া মন্দিরা রায়।
এছাড়াও কর্মশালায় সম্মানজনক উপস্থিতি ছিল মাননীয় বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, কবি ও সমাজসেবী। মাই ভারত দক্ষিণ দিনাজপুরের পক্ষে উপস্থিত ছিলেন সৌরভ বর্মন (ডিস্ট্রিক্ট ইউথ অফিসার), সুভাষচন্দ্র মান্না, জ্যোতি বিকাশ দত্ত, তীর্থ শংকর রায়, ত্রিদিপ সরকার, অমিত কুমার দেব প্রমুখ বিশিষ্টজন।
কর্মশালায় বক্তারা ভারত সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সেগুলি কীভাবে যুবসমাজকে উপকৃত করতে পারে তা তুলে ধরেন অনুষ্ঠানে অংশ নেন, বালুরঘাট হাই স্কুলের এনসিসি বিভাগের শিক্ষার্থীরা, বালুরঘাট কলেজের এনএসএস ইউনিটের শিক্ষার্থীরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবক-যুবতীরা। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস এদিন বলেন, “যুবসমাজকে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করানোই এই কর্মশালার উদ্দেশ্য। আগামী দিনেও এরকম কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।”
Leave a Reply