আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফের রেল লাইনে হাতির প্রাণ বাঁচানোর ভিডিও প্রকাশ করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার। রেল লাইনে একাধিক হাতির প্রাণ বাচালেন রেলের চালক। নাগরাকাটা ও চালসা রেল স্টেশনের মাঝে আচমকা হাতির পাল দেখে জরুরী ব্রেক কষে ট্রেন থামালেন ডাউন কাঞ্চনকন্যা ট্রেনের চালক।
জানা গিয়েছে, ডাউন কাঞ্চনকন্যা ট্রেনের চালক এ কে সিং ও সহ চালক এস জি মহন্ত জরুরী ব্রেক কষে ট্রেন থামান। পরে হাতির পাল রেল লাইন পার হয়ে গেলে
ট্রেন চালক ফের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেন।
Leave a Reply