ভিন রাজ্যে বাংলার অপমান ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পতিরামে তৃণমূলের ধিক্কার মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন পতিরাম কলেজ মোড় এলাকায়। বুধবার বেলা তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম কলেজ মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত ভিন রাজ্যে তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অপমান ও বাঙ্গালীদের উপর ক্রমাগত অত্যাচারের অভিযোগ তুলে এই প্রতিবাদ তথা ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শুভাশিস চাকি, অমরিশ সরকার, সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *