মানিকচক, নিজস্ব সংবাদদাতা:- আবারো ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি ফিরে এল মালদার মানিকচকের মথুরাপুরে।সোমবার ভোররাতে হঠাৎ করেই ভয়াবহ নদী ভাঙনের ঘটনা ঘটল মথুরাপুর শংকরটোলা ঘাট এলাকায়। ভাঙনে জেরে ফুলহরের গর্ভে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকার জমি সহ বেশ কয়েকটি যানবাহন। শুধু তাই নয়। ভাঙনের জেরে নদীগর্ভে ভেঙে পড়ার উপক্রম হল একটি দোকানঘর সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোর রাত থেকেই ব্যাপক আতঙ্ক ছড়াল মথুরাপুর শংকরটোলা এলাকায়। ইতিমধ্যে ভাঙন আতঙ্কে বাড়ি ঘর ভেঙে দিয়ে অন্যত্র শুরু করেছে স্থানীয় লোকজন। তবে তৎপরতার সাথে কাজ শুরু করেছে সেচ দপ্তর।
ভোররাতে ভয়াবহ ভাঙনে কাঁপল মানিকচক, তৎপর সেচ দপ্তর।

Leave a Reply