মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মানিকচকে পরিকল্পিতভাবে ভুতনীবাসীকে বন্যার জলে ডুবিয়েছে রাজ্যের তৃণমূল সরকার।সোমবার কার্যত এমনটাই অভিযোগ তুলে কন্যা দুর্গত ভূতনীবাসীর একগুচ্ছ দাবীতে মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বিজেপি। গণ ডেপুটেশন ও গণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মানিকচক বিডিও অফিসে। যাকে কেন্দ্র করে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ‘যদিও বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে কন্যা দুর্গত ভূতনীবাসীর ত্রাণ নিয়ে রাজনীতি বন্ধ করা, সমস্ত দুর্গত মানুষকে ত্রাণের ব্যবস্থা করা ইত্যাদি দাবীতে সোচ্চার হলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল,বিজেপি নেতা অভিজিৎ মিশ্র,বিজেপি মহিলা মোর্চা নেত্রী পল্লবী মন্ডল, যুব মোর্চার সভাপতি সৌরভ রজক,বিশ্বজিৎ মন্ডল সহ আরো অনেকে।পরে মানিকচক বিডিওর হাতে একটি ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়।
মানিকচকে ভুতনীবাসীর দাবিতে বিজেপির আন্দোলন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা।

Leave a Reply