দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হিলি ব্লকের ফতেপুর এলাকায় আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি উপস্থিত প্রাক্তন পূর্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সংকর চক্রবর্তী। হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মন্ডল , ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির কুমার সরকার, পানজুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় রায়, সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মচারী গন। পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এখানে প্রত্যেকটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যা সংশ্লিষ্ট বুথের উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হবে। রাস্তাঘাট, ড্রেন,সোলার লাইট সহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা যাবে এই অর্থ দিয়ে।
হিলির ফতেপুরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচি অনুষ্ঠিত।

Leave a Reply