আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ সকালের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের।
ডাউন কাঞ্জন কন্যা ট্রেনকে প্রায় পাঁচ মিনিট দাড় করিয়ে রাখে বিশালাকার একটি দাঁতাল হাতি।
ট্রেন দেখে ট্রেনের দিকেও তেড়ে আসতে দেখা যাচ্ছে হাতিটিকে।
চালক ও সহচালকের তৎপরতায় ট্রেন থামিয়ে হাতির প্রাণ রক্ষা করা হয়।
সেই ভিডিওকে ‘ রেয়ার ভিডিও’ বলে দাবি রেলের।
চালসা ও নাগরাকাটার মাঝে বনাঞ্চলের ঘটনা।
While working 13150Dn Kanchankanya Exp at about 18.05 hrs today, LP Sri S.Toppo & ALP Subrata Haldar suddenly noticed that one Elephant was heading straight towards the loco at Km 72/2 between Nagrakata- Chalsa & controlled the train to avoid any untoward incident.
Leave a Reply