মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কলকাতা শহরে এসডিপিআই, ডাব্লুপিআই, আইএসএফ-সহ মোট ২০টি সংগঠনের মূল নেতৃত্বসহ ৯৪ জনকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী অবস্থান-বিক্ষোভ।
এদিনের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সরকারের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই একযোগে এতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের দমননীতির মুখেও আন্দোলন থেমে থাকবে না।
প্রতিবাদী জনসভা থেকে অবিলম্বে গ্রেফতার হওয়া ৯৪ জন নেতার নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়। পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকেরা শ্লোগানে শ্লোগানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply