কালনায় প্রান্তিক কৃষকদের জমি ফেরানোর প্রক্রিয়া শুরু, জবরদখলকারীর ইটের রাস্তা জেসিবি দিয়ে উচ্ছেদ।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- জমি থেকে উৎখাত হওয়া সরকারিভাবে পাট্টা পাওয়া ২৩ জন প্রান্তিক কৃষককে বৃহস্পতিবার জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করলো কালনা মহকুমা প্রশাসন। এদিন জবরদখলকারীদের তৈরি করা ইটের রাস্তা জেসিবি দিয়ে তুলে ফেলা হয়। আগামীকাল শুক্রবার জমিটাকে মাপজোক করে উচ্ছেদ হওয়া পাট্টাদারদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়। উল্লেখ্য ২০০২ সালে পাট্টা পাওয়া তেইশ জনকে গত এপ্রিল মাসে তাদের চাষবাস বন্ধ করে জমি থেকে উৎখাত করা হয়।অভিযোগ ছিল পাট্টাদারদের জমি দখল করে সেখানে প্রোমোটাররাজ কায়েম করা। যদিও কৃষকদের অভিযোগের ভিত্তিতে সবকিছু তদন্ত করে দেখার পর উৎখাত হওয়া প্রান্তিক কৃষকদের পক্ষেই নির্দেশ জারি করেন কালনা মহকুমা শাসক শুভম আগারওয়াল। সেই নির্দেশিকায় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় একুশে আগস্ট ওই জমিতে প্রান্তিক কৃষকদের পুনরায় চাষ করানোর ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ মত বৃহস্পতিবার কালনা ২ ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুরে পুলিশ পাট্টাদারদের জমির উদ্ধারে নামে। উদ্ধার করার সময় ব্যাপক বাধা সৃষ্টি করে জবরদখলকারীরা। কিন্তু সে বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত ওই মাঠে জেসিবি মেশিন নামিয়ে দেওয়া হয়। কালনা মহাকুমা পুলিশ অফিসার রাকেশ চৌধুরী বলেন– জেসিবি মেশিন নামিয়ে আমরা আজকে কিছু কাজ করেছি। আগামীকাল শুক্রবার মাপজোকের পর সমস্ত পাট্টাদারদের জমি ফিরিয়ে দেওয়া হবে। ২৩ জন পাট্টা পাওয়া জমির পরিমাণ ৫.৬ একর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *