ভারতীয় অর্থনীতির স্থপতি ড. মনমোহন সিংকে নিয়ে বিশেষ গ্রন্থ প্রকাশ।

সব খবর ডেস্ক, নিজস্ব সংবাদদাতা:- ড. মনমোহন সিং-এর অনন্য অবদান— ভারতীয় অর্থনীতির ইতিহাসে ড. মনমোহন সিং একটি স্বর্ণাক্ষরে লেখা নাম। তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে বই করার প্রস্তাব প্রথমে দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বংশীবাদন চট্টোপাধ্যায়। প্রস্তাবটি প্রশংসনীয় মনে হয় এবং সেটিকে বাস্তব রূপ দেওয়ার চিন্তা শুরু হয়।
উদ্যোগ ও অবদান
এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তাবটি দেওয়া হয় সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের কাছে। তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে যান। তাঁর উদারতা ও স্নেহপরায়ণতা আজও হৃদয়ে অম্লান। বইটি সমৃদ্ধ হয়েছে গোপালকৃষ্ণ গান্ধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়া, জহর সরকার, জয়ন্ত ঘোষাল, অধীর রঞ্জন চৌধুরী, পার্থসারথি মুখোপাধ্যায়, চন্দ্রনাথ বন্দোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন, অধ্যাপক ও গবেষকের লেখা দিয়ে। প্রকাশনার কাজকে দ্রুততর করেছেন সঞ্চয়ন প্রকাশনীর কর্ণধার শৈবাল ভৌমিক। তাঁর কর্মতৎপরতাই এই বইয়ের সফল প্রকাশের মূল চালিকা শক্তি।
বই প্রকাশ অনুষ্ঠান
প্রেসক্লাবে বইটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতির প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুজিত বসু, সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য রজতকিশোর দে এবং প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। এই মহতী আয়োজন সাহিত্য, শিক্ষা ও অর্থনীতির জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *