জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের সামসিং চা বাগানে বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। ডুয়ার্স সহ পাহাড়ে অবিরাম বৃষ্টি, আর এই সেই বৃষ্টিকে উপেক্ষা করে মোট তিনটি বুথের চা বলয়ের শ্রমিক মহল্লার সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাদের নিজস্ব সমস্যা নিয়ে হাজির হন এই ক্যাম্পে। এদিন বিকেল নাগাদ রাজ্যের শ্রমদপ্তর ও গ্রামোন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না এই ক্যাম্পে উপস্থিত হন। ক্যাম্পের সমস্ত কিছু সরজমিনে তিনি পর্যবেক্ষণ করেন। আগামী তিন মাসের মধ্যেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে মন্ত্রীর দাবি। মন্ত্রীকে আদিবাসী ও নেপালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়। মন্ত্রী স্বাগত ভাষণ রাখার শুরুতেই আজ নেপালি ভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মন্ত্রী ছাড়া এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের জনসাস্থ্য কর্মধক্ষ তথা জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ সহ সংশ্লিষ্ট ব্লকের বিডিও ও একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা।
Leave a Reply