সব খবর নিউস, নিজস্ব সংবাদদাতা:- **শতবর্ষের গৌরব** হাওড়া জেলার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান *“হাওড়া সঙ্ঘ আদর্শ বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)”*-এর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক রূপে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাব্রতী সুধীজনকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কামনা করে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
**শহীদ স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য** “শহীদ উৎপল ভৌমিক ও শহীদ দেবকুমার ঘোষ স্মৃতিরক্ষা কমিটি”-র উদ্যোগে পালিত হয় দুই মহান স্বাধীনতা সংগ্রামীর ৩২তম প্রয়াণ দিবস। এই দিনে আয়োজন করা হয় “স্মরণ সভা ও দরিদ্র নারায়ণ সেবা”। শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা হয়।
**অতিথির শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা** অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপার্সন শ্রী অরূপ রায় মহাশয়। আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ এই সর্বজন শ্রদ্ধেয় নেতাজি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ভক্তিভরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
Leave a Reply