বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- উজ্জীবন সোসাইটির উদ্যোগে শুক্রবার তিওড় কিষাণ মান্ডিতে মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একদিনের ব্লক লেভেল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিশু সুরক্ষা, মহিলা সুরক্ষা, পারিবারিক গার্হস্থ হিংসা ও সাইবার অপরাধ নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ উজ্জীবন মহিলা সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। সম্মাননা লাভ করেন শিক্ষারত্ন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন মন্দিরা রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা, অ্যাডভোকেট ও বালুরঘাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন হিলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মণ্ডল। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক মেডিকেল অফিসার ডা. দ্বৈপায়ন পান্ডে, প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী, আইসিডিএস সুপারভাইজার প্রতিমা বর্মন ও জয়া দাস, বিনশিরা গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি পাহান গুড়িয়া এবং স্বাস্থ্যকর্মী মৃণাল চৌধুরী প্রমুখ। তিওড়ের তিনটি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ও স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষক দেবাশীষ লাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক সূরজ দাশ।
তিওড়ে মহিলা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কর্মশালা।

Leave a Reply