ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে বৃহস্পতিবার রাতে বন্য হাতির হানায় এক পরিবারের তিনটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল থেকে একটি হাতি ঢুকে পড়ে গ্রামে। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ওই সময় নিশান কার্জির বাড়িতে হানা দেয় হাতিটি। নিশান একজন পরিযায়ী শ্রমিক এবং বর্তমানে কেরলে কর্মরত। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী বেলশ্রী কার্জি ও মা গীতা কার্জি।
বেলশ্রী এক ঘরে তাঁর দুই শিশু সন্তান নিয়ে ছিলেন, আর পাশের ঘরে ছিলেন শ্বাশুড়ি গীতা কার্জি। হঠাৎ হাতিটি এসে বেলশ্রীর ঘরের দুই পাশের বেড়া ভেঙে ফেলে। এই তাণ্ডব দেখে শ্বাশুড়ি ঘর থেকে বেরিয়ে দৌড়ে আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেন। তবে বেলশ্রী তাঁর সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পারেননি।
হাতিটি ঘরের ভিতরে ঢুকে শোবার ঘরের বেড়া এবং টেবিল ভেঙে দেয়, একটি টিভিও শূড় দিয়ে ফেলে দেয়। রান্নাঘর এবং বৃদ্ধার ঘরের বেড়াও ভাঙে। প্রায় এক ঘণ্টা ধরে হাতিটি তাণ্ডব চালায়।
পরে পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন, তখন হাতিটি ধীরে ধীরে এলাকা ছেড়ে জঙ্গলের দিকে ফিরে যায়। সারা রাত আতঙ্কে ঘুমাতে পারেননি গ্রামবাসীরা।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Leave a Reply