পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পশ্চিমবাংলার সফরে আশা নিয়ে প্রধানমন্ত্রীকে পরিযায়ী শ্রমিক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরে দলীয় কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এইসব নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার দিন শেষ, ওই সব মানুষ নেয় না, অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাসকে পুলিশ আটক করা প্রসঙ্গ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন তন্ময় দাস কি কোন উগ্রপন্থী, উনি কি সমাজবিরোধী কাজ করছিলেন, তাকে ধরে কয়েক ঘন্টা ধরে বোস করিয়ে রাখা হয়েছে গাড়ির মধ্যে, মানুষের কি কোন মৌলিক অধিকার রয়েছে, আদিবাসী সমাজের মানুষকে খুন করবে, তপশিলি জাতির মানুষকে খুন করবে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করবে, এখানে কি আইন-শৃঙ্খলার কোন ব্যবস্থা রয়েছে, সংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, অন্যদিকে দিলীপ ঘোষ প্রসঙ্গ নিয়ে তিনি বলেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে থাকবেন। এই দিন এই দলীয় কর্মসূচিতে নবনির্বাচিত রাজ্য সভাপতি কে সম্বর্ধনা জানানো হয় বিজেপির তরফ থেকে।
তৃণমূল কর্মী বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে তৃণমূল কর্মীরা,খড়গপুর থেকে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের।

Leave a Reply