বেলঘরিয়া, নিজস্ব সংবাদদাতা:- সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল।।নিরুপম বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক।।বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল।।আর সকাল বেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল।।মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে যুবকেরা।।তারপর এলাকার মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা।।মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা।।ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার।।ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ
মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক,এলাকায় চাঞ্চল্য, পলাতক অভিযুক্তরা, তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ।

Leave a Reply