নিজস্ব সংবাদদাতা, মালদা:—— মনসা গানের মেলায় পাপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস প্রতিদিনের মতো ওই মেলায় পাপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে চান। পাপড় দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে আচমকাই তেলের কড়াই তুলে সুধীরবাবুর উপর ঢেলে দেন খগেন। ঘটনাস্থলেই গুরুতরভাবে দগ্ধ হন তিনি। চিৎকার শুনে মেলার অন্যান্যরা ছুটে এসে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
Leave a Reply