পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০১০ সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ডানকুনি থেকে খড়গপুর পর্যন্ত জাতীয় সড়কের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া বাজারে সাধারণ মানুষের চলাচলের স্বার্থে এবং দুর্ঘটনা কে এড়াতে ৭৮ তম ফ্লাইওভার অথবা সাবওয়ে তৈরি করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ হয়ে ওঠেনি মাত্র ৩০ মিটার জটের কারণে, তখন থেকে স্থায়ী দেউলিয়া বাজার ফ্লাইওভার নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তবে সেই কাজ এখনো না হওয়ার কারণে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয় নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে, এই দিন দেউলিয়া বাজারে পথসভা ও করা হয় নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে, সেখান থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় আগামী কয়েক মাসের মধ্যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে।
দেউলিয়া বাজারে ফ্লাইওভার অথবা সাবওয়ের নির্মাণের দাবি নিয়ে মিছিল ও পথসভা।

Leave a Reply