বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বর্ষার শুরুতেই জলের তোড়ে ভেঙেছিল স্থানীয় একটি কালভার্ট। বারংবার আবেদনের পরেও সেই কালভার্ট মেরামতির ব্যপারে উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। কিন্তু তারপরেও কালভার্ট মেরামতি না হওয়ায় হতাশ গ্রামবাসীরা নিজেরাই ঝুড়ি, কোদাল, বেলচা হাতে মাঠে নেমে মেরামত করলেন কালভার্ট। ঘটনা বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মাইতিবাঁধ এলাকার।
বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মাইতিবাঁধ, শরগোড়া, মহুলবনা সহ আদিবাসী প্রধান বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য, দৈনন্দিন বাজার থেকে শুরু করে সমস্ত বিষয়েই নির্ভরশীল হাতিরামপুর বাজারের উপর। গ্রামগুলি থেক্র হাতিরামপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তার উপর মাইতিবাঁধ এলাকায় স্থানীয় জোড়ের উপর রয়েছে একটি কালভার্ট। বছর সাতেক আগে তৈরী এই কালভার্ট চলতি বছর অতি বর্ষায় ভেসে যায়। যানবাহন চলাচল তো দুরস্ত বেহাল ওই কালভার্টের উপর দিয়ে যাতায়াতও রীতিমত দুস্কর হয়ে পড়ে। বর্ষার শুরুতেই ভেসে যাওয়া সেই কালভার্ট নতুন করে তৈরীর জন্য গত ২ মাস ধরে বিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ছুটে গেছেন স্থানীয়রা। বারংবার লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু তারপরেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না দেখায় আজ সকাল মাইতিবাঁধ গ্রামের মানুষ ঝুড়ি, কোদাল, গাঁইতি নিয়ে মাঠে নেমে ওই কালভার্ট মেরামতির কাজ শুরু করেন। প্রশাসনের এই ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। এই ঘটনা লজ্জা বলে উল্লেখ করে বিজেপির দাবি তৃনমূলের লাগামছাড়া চুরি ও দুর্নীতির কারনেই আজ এভাবে গ্রামবাসীদের দূর্ভোগ পোয়াতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি ওই কালভার্ট মেরামতির পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় বিডিওর দাবি ইতিমধ্যেই ওই কালভার্ট মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে।
Leave a Reply