হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অনুমোদিত “পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী যৌথ সংগ্রাম কমিটি”র
উদ্যোগে মিড ডে মিল কর্মীদের বোনাস, ১০ মাস নয় ১২ মাস মাসিক ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে আজ নবান্ন অভিযান।
এই অভিযান শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে। আরেকটি হাওড়া থেকে এসে ওয়েলিংটনে দুটো মিছিল একসঙ্গে হবে। তারপর রানী রাসমণি পর্যন্ত যাবে। নিউ মার্কেট থানার আগেও আটকাতে পারে।
বোনাস ও ১২ মাস ভাতার দাবিতে মিড ডে মিল কর্মীদের নবান্ন অভিযান আজ।

Leave a Reply