নিজস্ব সংবাদদাতা, মালদা: লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার সাতসকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংলগ্ন রেললাইনের ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের। মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে, স্থানীয় বাসিন্দা দুর্গা পাল বলেন, মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারতো। এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাকে দেওতি ঠুকরে খেতে পারে। আশেপাশে হাসপাতাল নার্সিংহোম রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলেছে।
মালদায় লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ উদ্ধার, চাঞ্চল্য রেললাইনের ধারে।

Leave a Reply