
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বুধবার গণেশ চতুর্থী, সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গণেশ পূজোকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, সারা জেলার পাশাপাশি নিচে তার মাঝির হাট “একতা” সংগঠনের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন করা হয়, এই বছর নবম তম বর্ষে পদার্পণ করল এই পুজো, স্থানীয় দোকানদারের সহযোগিতায় এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই পূজো হয়ে আসছে, চতুর্থীর দিনে কার্যত গণেশ দেবতার আরাধনা তে মেতে উঠেছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে স্থানীয় মানুষজন, প্রত্যেকেই জানিয়েছেন এই পুজোকে ঘিরে যথেষ্ট উন্মাদনা থাকে আমাদের মধ্যে, এইভাবে যদি সহযোগিতার হাত বাড়ানো থাকি তাহলে আগামী দিনগুলিতে আরো বড়ভাবে এই পুজোর আয়োজন করা হবে।












Leave a Reply