পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন মেট্যাডহর পশ্চিম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী ১৬ দলীয় ইন্ডিয়া জোট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার চূড়ান্ত ফাইনাল খেলা ছিল রবিবার, জানা গিয়েছে গড়বেতা ৩৬০ ডিগ্রী উপশন ও ঝাড়গ্রামের অনিমেষ একাদশীর মধ্যে দুই গোলে জয়ী হয় ঝাড়গ্রাম জেলার অনিমেষ একাদশ, এই চূড়ান্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক রাজিব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, সাগর মন্ডল,সুশান্ত সিংহ,রিয়াজুল খান, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নায়েক,দিব্যেন্দু নায়েক, বাবর আলী খান, আবুল ফজল সাহা, হামিদ খান,আজিমুদ্দিন মন্ডল, নিজামুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা,এই দিন ক্লাব সভাপতি জসিমুদ্দিন খান ও সম্পাদক জাহাঙ্গীর খান জানিয়েছেন শেষ দিনের চূড়ান্ত ফাইনাল খেলায় কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
চন্দ্রকোনারোড শহর সংলগ্ন মেট্যাডহর পশ্চিম ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ১৬ দলীয় ইন্ডিয়া জোট ফুটবল ধামাকার আয়োজন।

Leave a Reply