বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-শিক্ষক নিয়োগ মামলায় দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ এর। বালুরঘাট পৌরসভার কাউন্সিলর এর নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায়, জনপ্রতিনিধি থাকার তার অধিকার নেই বলে তার পদত্যাগের দাবি তুলেছে বিজেপি।
বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ যিনি প্রাচ্যভারতী স্কুলের শিক্ষিকা। জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন। তারও নাম রয়েছে এই তালিকায়।
এদিন রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা জানিয়েও, ঘন্টা খানেক পর জানানো হয় তিনি বাড়িতে নেই। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি।
এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকায় দীপান্বিতা দেব সিংহ এর নাম থাকায়, জনপ্রতিনিধি হিসেবে তার তার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার।
এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, তালিকায় কি রয়েছে তা আমার জানা নেই। পাশাপাশি তিনি বলেন, বিজেপি কি বলছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না।
Leave a Reply