পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তিন দিন হয়ে গেলো কোলাঘাট রেমকো সিমেন্ট কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ। গেট বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কাজ বন্ধ উৎপাদন বন্ধ। তিন দিন ধরে কোলাঘাটের রামকো সিমেন্ট ফ্যাক্টরি মূল গেট আটকে বিক্ষোভ কর্মীদের। কারন বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে। তিন দিন ধরে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন।মূলত তাদের দাবি তিন শিফ্ট অনুযায়ী কর্মীরা কাজ করে ৪১৫ জানকর্মী! কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি সহ COD সহ নানা দাবী কারখানা কর্তৃপক্ষকে জানিও কোন সূরা হয়নি! বারবার রাজনৈতিক শ্রমিক সংগঠন নেতৃত্বেরও জানিয়েছেন! কোন সূরা না হওয়াতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC ব্যানার ফ্ল্যাগ পোস্টার হাতে নিয়ে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ প্রদান করছেন মূল গেটের পাশে চাউনি তৈরী করে! কর্মীদের দাবি যতক্ষণ না কর্তৃপক্ষ আশ্বাস দেন ততক্ষণ কাজ বন্ধ রেখে এই বিক্ষোভ চলবে! আর এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেছে সিমেন্ট উৎপন্ন! মেন গেটের সামনে স্লোগান দিয়ে ধরনায় বসে আছেন কর্মীরা!
আজ কোলাঘাট রেমকো সিমেন্ট কারখানায় রাজ্যের মৎসমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ধৰ্মঘটি শ্রমিক দের সঙ্গে কথা বলে রেমকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করে বিফল হোন।। পরে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল শ্রমিক সংগঠন INTTIC কোর কমিটির সদস্য শ্যামল মাইতি রেমকো সিমেন্ট কারখারণ আন্দোলন রত শ্রমিকের সঙ্গে কথা বললে শ্রমিক রা শ্যামল মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখায়। শ্রমিক বিক্ষোভের জেরে ঘটনা স্থল ছাড়তে বাধ্য হোন INTTUC নেতা শ্যামল মাইতি।। আন্দোলন রত শ্রমিক দের দাবি তাদের সঠিক বেতন বৃদ্ধি না হলে তারা কাজ বন্ধ রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। তবে রেমকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি।
Leave a Reply