দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ত্রিমোহিনী ডাবরা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চাল বোঝায় গাড়িকে পেছন থেকে আসা আরেকটি চাল বোঝাই গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। দাঁড়িয়ে থাকা চালবোঝাই ট্রাকটি রাস্তার ধারে জমিতে উল্টে পড়ে যায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনায় এক খালাসীর আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি আনুমানিক ভোর আড়াইটে থেকে তিনটে নাগাদ ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। সেই সময় চাল বোঝাই দাঁড়িয়ে থাকা গাড়িতে ড্রাইভার বা খালাসি কেউ ছিলেন না। অন্যদিকে সজোরে ধাক্কা মারা গাড়ির খালাসী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ডাইভারের তেমন কিছু ঘটেনি বলেই জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ।পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। এদিকে রাস্তার ধারে ধানের জমিতে উল্টে পড়ে যাওয়ার ট্রাকের প্রায় ৪২ মেট্রিক টন চাল বোঝাই ছিল। যা বাংলাদেশের উদ্দেশ্যে রপ্তানি করার জন্য তৈরি ছিল। প্রায় ৪০ শতাংশ চাল নষ্ট হয়েছে বলে সূত্র জানা যায়। তবে ঠিক কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
পতিরাম হিলি রোডের ডাবরা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে আসা অন্য একটি ট্রাকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা! আহত এক।

Leave a Reply