পারপতিরামে দেড় কিলোমিটার কংক্রিট রাস্তার শিলান্যাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারপতিরামে আজ প্রায় দেড় কিলোমিটার কংক্রিটের রাস্তার শিলান্যাস অনুষ্ঠিত হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এক কোটি দুই লক্ষ পঞ্চান্ন হাজার নয়শো সপ্তানব্বই টাকা। রাস্তার কাজ শুরু হবে পারপতিরাম কলোনি পাড়ার সুজিত সাহার বাড়ির সামনে থেকে এবং শেষ হবে তুড়ি পাড়ায়।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, জেলা পরিষদ সদস্যা কল্পনা মুর্মু, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারসহ অন্যান্য বিশিষ্টজনেরা। আনুষ্ঠানিকভাবে কল্পনা মুর্মু নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন। এরপর সন্তোষ হাঁসদা জল, বালি ও সিমেন্টের মিশ্রণ নিয়ে ইটে প্রথম ঢালাই দেন।

এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি টেকসই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। বর্ষার সময় কাদামাটির কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার সেই দুর্ভোগের অবসান ঘটতে চলেছে। নতুন রাস্তা তৈরি হলে স্থানীয় মানুষজন থেকে শুরু করে পড়ুয়া ও রোগী পরিবহন—সব ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *